
মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মানিকগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খান।
এর আগে, গত ২৬ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রার/সা.এ
সর্বশেষ খবর