
খাগড়াছড়ির হামিদুল সরকার ২৪-এর জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় তলপেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। কিছুদিন ঢাকায় চিকিৎসা চললেও অর্থসংকটে তিনি চট্টগ্রামে চলে আসেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামিদুল সরকার।
রবিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। তাঁর পক্ষে অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।
হামিদুল সরকার ২৪-এর ১ জুলাই গুলিবিদ্ধ হন। তিনি খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ও পেশায় একজন ভ্যানচালক।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রার/সা.এ
সর্বশেষ খবর