
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ বিলকিস ইসলাম বলেছেন, বৈষম্যহীন-দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভালো জনপ্রতিনিধির বিকল্প নেই। দুই বা পাঁচ শত টাকায় ভোট বিক্রি না করে ভালো লোককে ভোট দেবেন। আপনারা মাঠ পর্যায়ে মানুষকে নির্বাচনমুখী করেন। তিনি কিশোরগঞ্জের নিতাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
নিতাই মুশরুত পানিয়ালপুকুর হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার দোদুলের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ। সভায় ইউনিয়ন বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচার ও নির্বাচনমুখিতায় গুরুত্ব দেওয়া হয়।
সর্বশেষ খবর