জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস এসইডিসি-এর উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক শ্রী গৌতম কুমার পাল, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, ৩৭ জন শিক্ষার্থীকে মেধাবী সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ইতিপূর্বে স্কুল পর্যায়ে ১০ হাজার ও কলেজ পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রার/সা.এ
সর্বশেষ খবর