
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযান শেষে ইউপিডিএফের আস্তানা থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় তৈরি অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল)-এর একটি গোপন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল)-এর একটি সশস্ত্র দল অবস্থান করছে এমন প্রাথমিক তথ্য পাওয়া যায়। সে তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ৬ ই বেঙ্গল সোমবার রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার বাঘাইহাট জোনের সেনা টহলদল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময় সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল)-এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড অ্যামোনিশন, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেনড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্মবেন্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাঘাইহাট (৬ ই বেঙ্গল) জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ, যাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তাঁদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাঁদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর