
কুমিল্লার বুড়িচংয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানিয়েছেন, এ বছর টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, "খাল-জলাশয় একসময় এলাকার প্রাণ ছিল, কিন্তু দখল ও দূষণের কারণে সেগুলো আজ বিপন্ন। জনগণের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।" এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে খাল ও নালা চিহ্নিতকরণ, উদ্ধার ও খননের জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় নদী ও খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি মাদক নিরসনে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা প্রদান করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় খাল ও নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা জরুরি এবং এজন্য খাল দখলমুক্ত রাখা ও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।
সভা শেষে জেলা প্রশাসক বুড়িচং থানাসহ উপজেলা ভূমি অফিস এবং আশেপাশের খাল সরেজমিনে পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর