
মাদকাসক্ত ছেলের বিরক্তিকর আচরণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী ও মা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে ওই মাদকাসক্তকে ধরিয়ে দেন। ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী সন্ন্যাসীপাড়া আশ্রয়ণ এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে মাতাল হয়ে লিয়ন মিয়া (২৫) তার মা ও এলাকাবাসীকে বিরক্তিকর আচরণ করছিল। এমনকি বাড়ির লোকজনের সাথে অত্যাচারসহ এলাকায় বিরক্তিকর আচরণে অতিষ্ঠ করে তুলেছিল। সোমবার রাতে বিরক্তিকর আচরণের সময় মা ও এলাকাবাসী ইউএনও-কে খবর দেয়। ভ্রাম্যমাণ আদালত পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মাদকসহ লিয়ন মিয়াকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডিত লিয়ন মিয়া বাহাগিলী সন্ন্যাসীপাড়া আশ্রয়ণ এলাকার মৃত আব্দুল কাফির পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ খবর