
নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার একটি দল সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার পুত্র মো. তপন মিয়া (২৬) এবং কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মো. রাকিব হোসেন (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার পরিদর্শক মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, "বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর