
নেত্রকোণা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৩০ জুলাই নেত্রকোণার বারহাট্টা উপজেলার আছমা বাজার ও গোপালপুর বাজারে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এই অভিযানে পাঁচটি মামলা দায়ের করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী, মেসার্স মাইনুদ্দিন ফকির স্টোর, আদিত্য স্টোর, আজিদ স্টোর, মেসার্স মা-বাবা স্টোর এবং ভাই-বোন স্টোর নামক পাঁচটি দোকান থেকে আনুমানিক ৬ কেজি ৭০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। একই সাথে, মোট ৫,৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খবিরুল আহসান এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামীমা আফরোজ মারলিজ। পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল্লাহ আল মতিন প্রসিকিউশন প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় বারহাট্টা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া, বারহাট্টা উপজেলা, ভূমি অফিস এবং পরিবেশ অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে, বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। বিক্রেতাগণ যেন ক্রেতাদের পলিথিন/পলিপ্রোপাইলিনের ব্যাগে বাজার সরবরাহ না করেন এবং ক্রেতাগণ যেন পলিথিন/পলিপ্রোপাইলিনের ব্যাগে বাজার না নেন, সে বিষয়ে দুইটি বাজারে ব্যানার টানানো হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও অবহিত করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন জানান, গত কয়েক সপ্তাহ ধরে মাইকিং, প্রচারপত্র বিলি, লিফলেট বিতরণ এবং সড়ক প্রচারণার ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর