
মোঃ আসাদুজ্জামান বরগুনা জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে বলেন, বাংলাদেশে বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধকতা। নতুন বাংলাদেশের জয়যাত্রায় শহীদের স্মরণে এবং ‘মার্চ ফর জাস্টিস’-এর আহ্বানে বিক্ষোভ করেছে বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমীন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবীর, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রনজু আরা শিপু-সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন খুব দ্রুত দরকার কিন্তু কিছু মানুষ এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন বিভিন্ন কূটকৌশল করে ২৪-এর জুলাইয়ের সফলতা ম্লান করে দিতে চায়। কিন্তু আমরা জাতীয়তাবাদী শক্তি সজাগ থাকলে কেউ বাংলাদেশকে বিপদগামী করতে পারবে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর