
ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে ছাত্রদল ও বিএনপির অভ্যন্তরীণ বিরোধ চরমে উঠেছে। ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মাহমুদুল হাসান রিপনের বিরুদ্ধে একই ইউনিয়নের ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব অভিযোগ দায়ের করলে, পাল্টা সংবাদ সম্মেলন করেন রিপন। এতে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
বুধবার সন্ধ্যায় ইউনিয়নের বাঁধের পাড় বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে রিপন অভিযোগ করে বলেন, "রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা হাবিব ও তাঁর অনুসারীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার এক কর্মী আহত হই। পরে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও হাবিব তা অগ্রাহ্য করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।"
তিনি আরও জানান, "হাবিব পরিকল্পিতভাবে তাঁর ছোট ভাই শামীম হাওলাদারকে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে ভিক্টিম সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে হয়রানি করেন। আমি ৭ ঘণ্টা পুলিশের হেফাজতে ছিলাম।"
সংবাদ সম্মেলনে রিপন হাবিবের বিরুদ্ধে জমি দখলসহ একাধিক অভিযোগও তুলেছেন।
অন্যদিকে, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব এ অভিযোগ অস্বীকার করে বলেন, "রোববার রাতে রিপন ও তাঁর দলবল আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমাকে এবং আরও কয়েকজনকে মারধর করা হয়। মুখে ও চোখের নিচে জখমের চিহ্ন রয়েছে। আমি আইনি প্রক্রিয়ায় থানায় অভিযোগ করেছি, যার ভিত্তিতে পুলিশ রিপনকে আটক করে।"
তিনি আরও বলেন, "আমি পশ্চিম ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। রিপন রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। আমার ভাই শামীম সত্যিই সড়ক দুর্ঘটনায় আহত, তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।"
এদিকে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের কারণে পশ্চিম ইলিশা ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সর্বশেষ খবর