
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকালে ১৪ কজি গাঁজা উদ্ধার এবং এ ঘটনায় স্বামী -স্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, গোপন সংবাদে খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ী রাজেনা খাতুন (২৬) ও স্বামী-মোঃ আক্কেল আলী এবং মাছাঃ মর্জিনা খাতুন (২৮) নামে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী এলাকায়। তাদের নিকট থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি অটো রিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা র্যাবকে জানায়, তারা আন্তঃ জেলা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক দ্রব্য নিরোধ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর