
কিশোরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে চাকা ঘোরে প্রতিবাদে-রিক্সা-ভ্যানে জাগরণের জুলাই র্যালি অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লকব’ শীর্ষক তরুণদের আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে বর্ণাঢ্য এই র্যালির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ।
৩৩ জুলাই শনিবার বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে র্যালিটি বের করা হয়। অগ্রবর্তী রিক্সায় চড়ে র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত এবং অংশগ্রহণকারী তরুণ-তরুণীরাসহ নানা শ্রেনিপেশার মানুষ র্যালিতে অংশ নেন।
র্যালিটি কিশোরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই ফ্যাস্টিভ্যাল মঞ্চে গিয়ে শেষ হয়। ব্যতিক্রমী এ র্যালিটি শহরবাসী সকলের নজর কাড়ে।র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত উন্মুক্ত মঞ্চে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুইদিনব্যাপী জুলাই ফ্যাস্টিভ্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এসময় তিনি ফ্যাস্টিভ্যাল উপলক্ষ্যে দেওয়া স্টলসমূহ পরিদর্শন করেন। এছাড়া ফ্যাস্টিভ্যালের মেডিকেল ক্যাম্পের স্টলে জেলা প্রশাসক রক্তচাপ পরীক্ষা করান।
এর আগে সকালে আইডিয়া প্রতিযোগিতায় নির্বাচিত ৬টি আইডিয়ার মধ্যে মুঞ্চমঞ্চ ওয়াচটাওয়ার ঘাট এলাকায় স্বচ্ছ নদী, সচেতন সমাজ-নদী পরিষ্কার অভিযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এর মাধ্যমে জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর কচুরীপানা ও বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয়।
৩৪ জুলাই রবিবার বিকালে জুলাই স্মারক গ্রন্থ উন্মোচন, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও নৃত্যনাট্য প্রদর্শন শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জুলাই ফ্যাস্টিভ্যাল সমাপ্ত হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর