
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোস্টন চেজ। প্রথমবারের মতো কোনো টেস্ট প্লেয়িং দেশের ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হলেন তিনি। সোমবার (লডারহিল, যুক্তরাষ্ট্রে) পাকিস্তানের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে এই সিদ্ধান্ত নেন চেজ।
১৪৯ রানে থাকা অবস্থায় ১৭তম ওভারে ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন চেজ। মূলত ইনিংস গতি না আনতে পারায় নিজ থেকেই রিটায়ার্ড আউট হওয়ার সিদ্ধান্ত নেন এই ব্যাটার। তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৮ বলে ৪১ রান। শেষ পর্যন্ত দলটি ১৭৬ রানে থেমে যায়, ফলে ১৪ রানের ব্যবধানে ম্যাচ হারে তারা।
এটাই অবশ্য চেজের প্রথম রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা নয়। চলতি বছরই আইএলটি২০ লিগে আবুধাবির হয়ে খেলতে গিয়ে ১৩ বলে ২০ রান করে একইভাবে মাঠ ছাড়েন তিনি।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ হয় স্কোরবোর্ডে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জুয়েল অ্যান্ড্রু করেন ২৪, শাই হোপ ৭ রান। অ্যালিক আথানাজ খেলেন ৪০ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। আর শেষদিকে শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেললেও জয়ের দেখা পায়নি দল।
পাকিস্তানের হয়ে হাসান আলী, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, সাইম আয়ুব ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান খেলেন ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস, আর সাইম আয়ুব ৪৯ বলে করেন ৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট শিকার করেন জেসন হোল্ডার, রোস্টন চেজ ও শামার জোসেফ।
রোস্টন চেজের রিটায়ার্ড আউট হওয়ার এই নজির হয়তো ভবিষ্যতের টি-টোয়েন্টি কৌশলে নতুন আলোচনার জন্ম দেবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর