
জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩৬ জুলাই (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতির বক্তব্যে ইউএনও এস এম আবু দারদা বলেন, আজকের ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, সাম্যবাদের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী গন।
এ সময় জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান।
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর