
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, "দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন দেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। খুন, গুম ও দমন-পীড়নের রাজনীতির বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভ ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছিল। সেই দিন ছাত্র-জনতা ও মুক্তিকামী জনগণ রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।"
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ভোলার চরফ্যাশনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, "বর্তমান আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও টেকসই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই নির্বাচন পরিচালনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে।"
তিনি আরও বলেন, "জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা শুরু করেছে। এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা পালিয়েছে। ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।"
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করে নাজিম উদ্দিন আলম বলেন, "এই পদ্ধতিতে জনগণ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। এতে জনগণের মত প্রকাশের অধিকার খর্ব হবে এবং এলাকার উন্নয়নও ব্যাহত হবে।"
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, শহিদুল ইসলাম দুলাল, শ্রমিক দলের নেতা কালাম আজাদ মীরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে চরফ্যাশন উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে অংশ নেন। বিভিন্ন প্ল্যাকার্ডে শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিস্টদের বিচারের দাবি উঠে আসে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর