
থাকবে না কোন বৈষম্য, থাকবে না চাঁদাবাজ, প্রতিষ্ঠা করা হবে ন্যায়, ইনসাফ ও সুবিচার মন্তব্য করে নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, জুলাই গণঅভ্যূথ্থান দিবসের গণমিছিল ও সমাবেশে নেতাকর্মীসহ সাধারণ মানুষ যেভাবে স্বতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ করেছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকলে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় সুনিশ্চিত। কেউ সেটাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যূথ্থান দিবসের গণমিছিল শেষে সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আয়োজনে বিকালে দলীয় কার্যালয় হতে একটি বিশাল গণমিছিল বের করা হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে শেষ হয়। উপজেলা আমীর আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে আরও বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ।
গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াত, উপজেলা ইউনিয়ন যুব বিভাগ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও সমর্থক অংশগ্রহণ করে। মিছিলটিতে প্রায় কয়েক সহ¯্রাধিক লোকের সমাগম হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর