
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যূথ্থান দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক বিজয় মিছিল, গণমিছিল ও সমাবেশ করেছে।
বিকাল সাড়ে ৫ টায় স্টেডিয়াম মাঠ হতে বিএনপির একটি হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়পারসনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পি বেবী নাজনিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, তাতী দলের আহবায়ক রহিদুল ইসলাম। উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করে।
অপর দিকে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি গণমিছিল দলীয় কার্যালয় থেকে বের করে। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে শেষ হয়। এতে নীলফামারী-৪ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ আব্দুন মুনতাকিম ও উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ নেতৃত্বে দেন। এতে হাজার হাজার জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন, যুব বিভাগের উপজেলা-ইউনিয়ন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সমর্থক গণমিছিল ও সমাবেশে অংশ নেয়। উপজেলা আমীর আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে আরও বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞাজুরুল ইসলাম রতন প্রমুখ।
এদিকে এনসিপির আব্দুল কাইয়মের নেতৃত্বে বিজয় মিছিল ও দোয়া মাহফিল হয়। কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলটি হয়। এতে বক্তব্য রাখেন রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন, আব্দুল কাইয়ুম, রাসেল আহমেদ, শামিম, সুমন, আশিক, সফিয়ার রহমান, পায়েল প্রমুখ।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি গণমিছিল ও সমাবেশ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিমের নেতৃত্বে হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয় টায় কিশোরগঞ্জ বাজারে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আবু তালহা, মুফতি এখলাছুর রহমান, মুফতি মুইনুল ইসলাম, মুফতি আব্দুল কাদের, জাকারিয়া প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর