
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণ ও ঘাতক বাস চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি এবং আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল ইসলাম গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির ছন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন।
এই ঘটনার প্রতিবাদে আজ সকাল ১২টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।
এ সময় বক্তারা ঘাতক বাসটির মালিক ও চালককে দ্রুত শাস্তি প্রদান এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। দ্রুত এই দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান তাঁরা। প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ পালনের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের ফলে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর