
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের দুই নারী ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া চুক্তিতে থাকা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবার ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এই তালিকায় জায়গা হয়েছে ২০ ক্রিকেটারের।
৫ ক্যাটাগরিতে বেতনভেদে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এর মধ্যে ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এক বছরের জন্য নতুন এই চুক্তি করা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার প্রতি ক্যাটাগরির ক্রিকেটাররাই আগের চেয়ে ৫০ শতাংশ বেতন বেশি পাবেন। যদিও তাদের আর্থিক অঙ্কটা প্রকাশ করা হয়নি।
পিসিবির তথ্যমতে— টি-টোয়েন্টির শীর্ষ র্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি এবং সিদরা আমিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনজন– আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। এ ছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি ১০ জন– গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।
২০ জনের এই কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন– আলিয়া রিয়াজ (বি ক্যাটাগরি), নাতালিয়া পারভেজ (ডি ক্যাটাগরি), সিদরা নওয়াজ (ডি ক্যাটাগরি), ওয়াহিদা আখতার (ডি ক্যাটাগরি), আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (উভয়েই ই ক্যাটাগরি)।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর