
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুল হক নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রামগড় পৌরসভার বাগানটিলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। তিনি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, "সরকারি নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।"
সর্বশেষ খবর