
মালয়েশিয়ার জোহর প্রদেশের আয়ার হিতাম শহরে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ (জেআইএম)।
৬ আগস্ট (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যায় বন্দর বারু আয়ার হিতাম এলাকায় "অপস বেলাঞ্জা", "অপস সেলেরা", "অপস সাপু" এবং "অপস কুটিপ" নামের একযোগে চালানো অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জোহর জেআইএম-এর পরিচালক দাতুক মোহাম্মদ রোসদি মোহাম্মদ দারুস।
এক বিবৃতিতে তিনি জানান, অভিযানের আগে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদেশিদের অবৈধ বসবাস ও কাজের বিষয়ে নজরদারি চালায় ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট। এর ভিত্তিতে ১৬টি স্থানে অভিযান চালানো হয়। তল্লাশি করা হয় ৬২ জন বিদেশি ও স্থানীয় নাগরিককে।
আটকদের মধ্যে রয়েছেন ২০ জন পাকিস্তানি পুরুষ, ৯ জন বাংলাদেশি পুরুষ এবং ৩ জন ইন্দোনেশীয় নাগরিক (একজন পুরুষ ও দুইজন নারী)।
মোহাম্মদ রোসদি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধারায় বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
সর্বশেষ খবর