
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুনাইপুল বাজারের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ঔষধগুলোর মধ্যে ইনজেকশন, ইন্সুলিন ও অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন শ্রেণীর ঔষধ রয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জননী মেডিকেল ফার্মেসিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এ অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসি মালিক নুরু হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে মালিককে তার ফার্মেসি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রামগড়ে উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াস সহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, 'মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জননী মেডিকেল নামে একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, ইন্সুলিন ও অ্যান্টিবায়োটিকসহ প্রায় চার লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসির মালিক নুরু হোসেনকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ঔষধ দুই দিনের মধ্যে তিনি সরিয়ে ফেলবেন বলে মুচলেকা দিয়েছেন।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর