
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কক্সবাজারের সাংবাদিক সমাজ। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বেলা ১২টায় কক্সবাজার পৌরসভার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলার কর্মরত সাংবাদিকরা।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)-এর আয়োজনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ব্যানার, ফেস্টুন ও কালো ব্যাজ নিয়ে অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক। তারা স্লোগান দেন 'অস্ত্র দিয়ে কলম থামানো যাবে না ,সত্যের জয় হবেই'।
কর্মসূচির সভাপতিত্ব করেন ক্র্যাক সভাপতি ও দৈনিক যুগান্তর-এর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি বলেন, 'প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশে থাকে না। যে প্রেস কাউন্সিল সাংবাদিকের কোনো কাজে আসে না, তাদের প্রতি ধিক্কার জানাই। একজন সাংবাদিককে হত্যার পরও যদি রাষ্ট্র দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত।'
বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচ এম এম এরশাদ, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক কক্সবাজার-এর তাজুল ইসলাম, টিটিএন সম্পাদক সৌরভ দেব, মনসুর আলম মুন্না, আবদুর রশিদ মানিক, ইয়ার রহমান আনান, মাহবুব আলম মিনার, সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ, রিপনসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা হত্যা করে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রোধ করা যাবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর