
খাগড়াছড়ির দীঘিনালায় পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোন কর্তৃক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়।
এ সময় পাচারকালে ভারতীয় ওরিস ও পাত্রন ব্র্যান্ডের কয়েক হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
পাচারকারীরা সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত সিগারেট পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা জোন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অবৈধ পণ্য পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর