
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্র-জনতা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা বিএনএস সেন্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর উত্তরার সাংবাদিক, রাজনীতিক ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
আয়োজিত এ মানববন্ধনে একত্মতা জানিয়ে ‘সাংবাদিক ও ছাত্র-জনতা’র সঙ্গে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক ও আহতযোদ্ধা মো. শাকিল প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, মো. মাসুদ পারভেজ, মাহতাব ফারাহী, জাহাঙ্গীর কবির, মাহফুজুল আলম খোকন, আল-আমিন, মো. আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান (সবুজ), এইচ এম মাহমুদ হাসান ও নাজমুল মণ্ডলসহ উত্তরায় বসবাসরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটির সমাপ্তি ঘোষণা করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর