
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম (২৮) নামের একজনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) বেলা পৌনে ৩টায় জেলার ইটনা উপজেলা সদরের পুরানবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন তিনি।
গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিপিএসসি, র্যাব-০১, উত্তরা এর সহায়তায় শনিবার (৯ আগস্ট) দুপুর পৌনে ৩টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার পুরান বাজারের “তালুকদার ঠাকুর গেস্ট হাউজ” এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মামলার সন্দিগ্ধ আসামি মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এই হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামিকে হস্তান্তর করা হচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর