
কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় সাংবাদিক ফিরোজ আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মিলনসহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
এ সময় তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ও পায়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক ফিরোজ আহমেদ মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, ফিরোজ আহমেদের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তিনি এখনও শঙ্কামুক্ত নন।
মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে। এই ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করে বলেছে, সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোও এই ঘটনাগুলোকে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত হিসেবে অভিহিত করেছে এবং সরকারের প্রতি সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর