
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ১২ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী।
তবে সোমবার রাতে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণে এ কর্মসূচি একদিন পিছিয়ে ১৩ আগস্ট (বুধবার) একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
এর আগে দলটি জানিয়েছিল, ১২ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু তারিখ পরিবর্তন করে তা ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনের আগে সংস্কার কার্যকরে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ সাত দফা দাবিতে রাজপথে নামার সিদ্ধান্ত নেয় জামায়াত। গত বৃহস্পতিবার নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের পর ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর