
আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে দীর্ঘ দিন কষ্ট সয়েছেন হজরত নুহ ও লুত (আ.)। তাদের আহ্বানে অনেকেই সঠিক পথের দিশা পেলেও সত্য থেকে দূরে ছিলেন এই দুই নবীর স্ত্রী। তারা তাদের স্বামীদের নবুয়তের ওপর ঈমান আনেনি। তারা মুনাফিকী ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত।
হজরত নুহ আ.-এর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধাচারণ করত এবং তাকে পাগল বলত। তার গোপন বিষয় কাফিরদের কাছে ফাঁস করে দিত। অবাধ্যতার কারণে আল্লাহ তায়ালা নুহ (আ.)-এর জাতিকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেন। এই প্লাবনের আজাবে আক্রান্ত হয়েছিল হজরত নুহ (আ.)-এর ছেলে ও অবাধ্য স্ত্রী।
লুত (আ.)-এর সম্প্রদায়ের পাপাচার, অনাচার, প্রবৃত্তিপূজা ও অপকর্মের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা এমন অপকর্মে লিপ্ত হতো ইতিপূর্বে, যা কেউ-ই করেনি। এমনকি চতুষ্পদ জন্তু-জানোয়ারও একে ঘৃণার দৃষ্টিতে দেখে থাকে। আকাশ থেকে তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষিত হয়। এই আজাবে লুত (আ.)-এর স্ত্রীও আক্রান্ত হন এবং ধ্বংস হন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে বলেছেন—
ضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ كَفَرُوا اِمْرَأَةَ نُوحٍ وَامْرَأَةَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ.
আল্লাহ কাফেরদের জন্য নুহের স্ত্রী ও লুতের স্ত্রীকে দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। তারা উভয়েই আমার দু’জন সৎকর্মশীল বান্দার বিবাহাধীন ছিল; কিন্তু তারা (স্ত্রীদ্বয়) বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে আল্লাহর পাকড়াওয়ের সামনে তারা (নুহ ও নুত) তাদের কোনো কাজে আসেনি। আর তাদেরকে বলা হল, (জাহান্নামে) প্রবেশকারীদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ কর। (সুরা তাহরীম, আয়াত : ১০)
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর