
আসন্ন পাগলা বাজার নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোহম্মদ ইউসুফ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ভোটারদের নিয়ে বিশাল জনসংযোগ ও শোডাউন করেছেন।
তরুণ, দ্বীনদার, সমাজসেবক ও ব্যবসায়িক নেতা হিসেবে পরিচিত ইউসুফ এদিন শতাধিক সমর্থক নিয়ে বাজারের প্রধান সড়কে বিশাল মিছিল করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘সিলিং ফ্যান’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় মুহাম্মাদ ইউসুফ বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, থাকবো। আপনারা যদি আমাকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি পাগলা বাজারকে একটি আদর্শ ও স্বচ্ছ পরিচালনাব্যবস্থার আওতায় আনব ইনশাআল্লাহ।"
মিছিল শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে দপ্তর সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে ভোট চান।
প্রসঙ্গত, পাগলা বাজার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ আগস্ট (শুক্রবার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে প্রায় ২৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মঙ্গলবারের এই জনসমাবেশ মোহাম্মদ ইউসুফের নির্বাচনী মাঠে শক্ত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর