বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্ব না থাকলে রাজনীতি তো দূরের কথা, আপনারা এ দেশেই টিকে থাকতে পারবেননা। এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, “তারেক রহমান একজন সৎ নেতা ও সৎ পরিবারের সন্তান। তিনি ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন । নির্বাচন হলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।” মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টিপু আরও বলেন, “তারেক রহমান প্রধান মন্ত্রী হলে আর দল আমাকে সুযোগ দিলে এক বছরের মধ্যে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের চিত্র বদলে দেবো।” তিনি অভিযোগ করে বলেন, “প্রশাসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শামিম সরকারসহ কয়েক হাজার নেতা-কর্মী।
সর্বশেষ খবর