
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে ‘তারুণ্যের সংলাপ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার যৌথ আয়োজক ছিল প্রথম আলো বন্ধুসভা কিশোরগঞ্জ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এবং কিশোরগঞ্জ যুব সংসদ।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা ও ভিবিডি কিশোরগঞ্জ জেলার সভাপতি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতহার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন এবং কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ।
বক্তারা তরুণদের সামাজিক কাজে ভূমিকা ও দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, যুব সমাজই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, তাই তাদের সৃজনশীলতা ও উদ্যমকে সমাজ পরিবর্তনে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা, মানবিকতায় কিশোরগঞ্জ, দ্যা চেঞ্জ বাংলাদেশ, বাঁধন গুরুদয়াল সরকারি কলেজ ইউনিট, আর ডি এস, শিশুদের হাসি ফাউন্ডেশন, প্রবর্তন, অক্সিজেন ফাউন্ডেশন, সহযাত্রী ফাউন্ডেশন, উদ্দীপন, ভিএসও, তারুণ্যের আলোসহ জেলার বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর