
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা আটটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা গরুগুলো আটক করেন। আটককৃত আটটি গরুর বর্তমান বাজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা দিয়ে অভিনব কৌশলে অবৈধভাবে ভারতীয় গরু পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে আটটি ভারতীয় গরু রেখে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) জানান, বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর