
ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই সফল হয়েছে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমনটি বলেন প্রেস সচিব।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল গত ১১ অগাস্ট রাতে মালয়েশিয়ায় পৌঁছায়। ১৩ অগাস্ট রাত ৯টা ১০ মিনিটে তারা ঢাকায় ফেরেন।
সফর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “খুবই ফলপ্রসূ একটা সফর হয়েছে। এর ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলের তিনটি পৃথক বৈঠক হয়েছে। এরমধ্যে একটি ছিল দুই নেতার ‘ওয়ানটুওয়ান’ বৈঠক।”
তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশীদের কল্যাণের বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে কথা হয়েছে। মালয়েশিয়ান শ্রমিকরা যেসব সামাজিক সুবিধা পান, বাংলাদেশি শ্রমিকরাও এখন থেকে সে ধরনের সুবিধা ভোগ করবেন।''
“মালয়েশিয়ান বাংলাদেশিরা ইংরেজি কিংবা মালয় ভাষায় দক্ষতা থাকে না। তারা এখন থেকে বাংলায় তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। মালয়েশিয়ায় যেসব অনিয়মিত বাংলাদেশি শ্রমিক আছেন, তাদেরকে যেন নিয়মিত করা হয়, সে বিষয়ে বলা হয়েছে।”
প্রেস সচিব বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, ডেলিগেশন পর্যায়ে যেসব বিষয়ে আলাপ হয়েছে, সেগুলো মালয়েশিয়ার মন্ত্রিসভায় তোলা হবে।”
প্রেস সচিব বলেন, “মালয়েশিয়ায় সিকিউরিটি গার্ড ও কেয়ারগিভার ক্যাটাগরিতে নতুন রিক্রুটমেন্টের বিষয়ে আলাপ হয়েছে। তাদের প্রচুর সিকিউরিটি গার্ড প্রয়োজন, এ বিষয়ে বলা হয়েছে। আশা করছি এর বিষয়ে অগ্রগতি দেখা যাবে।”
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর