
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
শোক প্রকাশ করছেন শোবিজ তারকারাও। এই তালিকায় শামিল হয়েছে অভিনেতা আরশ খান। অভিনেতা আরশ খান সামাজিক মাধ্যমে স্মরণ করা বিষয়টিকে নিয়ে একটি পোস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইনকে 'ভুল' আখ্যা দিয়েছেন।
আরশ খান লিখেছেন, সাত কোটি জনতার হে বঙ্গজননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।
সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে লাইন যুক্ত করার কারণ হিসেবে আজ সাধারণ মানুষের শোক প্রকাশকে বোঝাচ্ছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর