
নাটোরের বাগাতিপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগাতিপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব-কালী মাতার মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিহাড়কোল বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রতি বছর ভাদ্র মাসে জন্মাষ্টমী উপলক্ষে এই আয়োজন করা হয়। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও ধর্মীয় উপদেশ স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী ছাড়াও আশপাশের এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা যোগ দেন। শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর