
সরকারি চাকরিতে যোগ দেওয়ার মাত্র তিন বছরের মধ্যে নাটোরের বাগাতিপাড়ায় সাধারণ মানুষের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম। রোগীর প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধের কারণে তাঁকে এখন অনেকেই "রোগীদের ভরসা" বলে ডাকেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন রেজাউল করিম। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একমাত্র পুরুষ এমবিবিএস চিকিৎসক।
প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে গড়ে ২০০ থেকে ২৫০ রোগীকে সেবা দেন তিনি। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভাষ্য, বহির্বিভাগের ভিড় সামলানো, জরুরি সেবা দেওয়া ও ভর্তি রোগীর খোঁজ সব কিছুতেই সমান মনোযোগী এই তরুণ চিকিৎসক। সপ্তাহে যেদিন রাত্রিকালীন দায়িত্ব থাকে, সেদিন সকাল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত পুরো ২৪ ঘণ্টাই হাসপাতালে অবস্থান করেন তিনি। বিশেষভাবে আল্ট্রাসনোগ্রাম সেবায় তিনি হাসপাতালের একমাত্র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। রোগ নির্ণয়ে ভুল এড়াতে নিজ হাতে পরীক্ষা ও রিপোর্ট তৈরি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা বলেন, "ডা. রেজাউল করিম একজন পরিশ্রমী, সৎ ও দায়িত্ববান চিকিৎসক। সংকটকালেও তাঁকে সবসময় হাসপাতালে পাওয়া গেছে।" সহকর্মীদের মতে, রোগীর প্রতি তাঁর আচরণ ও দায়িত্ববোধ আলাদা করে নজর কাড়ে। ব্যস্ত সময়েও তিনি সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পরিকল্পনা সব কিছুতেই থাকেন মনোযোগী। জরুরি মুহূর্তে বা সংকটকালে তাঁর ওপর নির্ভর করা যায় বলেও জানান তাঁরা।
শনিবার সকালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রফিকুল ইসলাম নামের এক রোগী বলেন, "ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে শোনেন, তারপর চিকিৎসা দেন। তাঁর আচরণ রোগীর মনে প্রশান্তি আনে।" নিজের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে রেজাউল করিম বলেন, "মানুষ যেন সরকারি হাসপাতালে এসে সম্মান ও সঠিক চিকিৎসা পায়, সেটাই আমার চেষ্টা। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করাই আমার লক্ষ্য।"
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর