
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। আজ শনিবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিকাল ৫টায় নিশিনাথতলায় পৃথকভাবে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। নড়াইলে সনাতনী স¤প্রদায় এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে পৃথকভাবে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়।
রামকৃষ্ণ আশ্রমের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী সর্বতিতানন্দ প্রভু এবং নিশিনাথতলা আয়োজিত অনুষ্ঠাতে সভাপতিত্ব করেন শ্রীপাদ গৌরচরন সেবা দাস।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের জেলা আহবায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম জয় প্রমূখ।
আলোচনা সভার শেষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর