
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো রোমাঞ্চকরভাবে। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ছিল সমতায় (১-১)। তাই কেয়ার্নসের ক্যাজেলিস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া জিতেছে ২ উইকেটে, সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে।
২০০৯ সালের পর অজিদের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। ব্যাট হাতে ৭ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহও গড়ে সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া হয় তাদের।
রান তাড়ায় ঝড়ো ফিফটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক মিচেল মার্শ (৩৭ বলে ৫৪)। তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েল দলকে টেনে তোলেন। ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ঝোড়ো ইনিংসে তিনিই এনে দেন জয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, ম্যাক্সওয়েলের ব্যাটে দুইটি বাউন্ডারিতেই সমাধান হয়ে যায় সব সমীকরণ।
এর আগে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে উজ্জ্বল ছিলেন ডিউইন ব্রেভিস। ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। রাসি ফন ডার ডাসেন অপরাজিত ৩৮ রান যোগ করলে ১৭২ পর্যন্ত যায় প্রোটিয়ারা।
বল হাতে অস্ট্রেলিয়ার নাথান এলিস নেন ৩ উইকেট। জাম্পা ও হ্যাজলউড শিকার করেন দুটি করে উইকেট।
শেষ পর্যন্ত অলিখিত ফাইনালের জয় এনে সিরিজ নিজেদের করে নেয় অজিরা।
সর্বশেষ খবর