
কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের রাবার ড্যামের লাগোয়া রামপুর আবাসন প্রকল্প এলাকার (সওদাগরঘোনা) এ ঘটনা ঘটে।
নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াসিন মিয়া বলেন, 'মাছের ঘের দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সর্বশেষ খবর