
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর স্মৃতিবিজড়িত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হওয়ার কথা থাকলেও কাল্পনিক চলনবিলকে শাহজাদপুরের সঙ্গে যুক্ত করে বিশ্ববিদ্যালয়কে থামানোর চেষ্টা করছে একটি চক্র। শাহজাদপুরে চলনবিলের কোনো অংশ না থাকলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন না হয়, তার জন্য পরিকল্পিতভাবে চক্রটি অপপ্রচারের আশ্রয় নিয়েছে। এই অপপ্রচারে শামিল হয়েছে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। চক্রটি আসলে রবীন্দ্রনাথ এবং শিক্ষা-সংস্কৃতি বিরোধী। রবিবার বেলা ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাবে উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এমএ মুহিত। এ সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এমএ মুহিতসহ আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর