
বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোটকুমিড়া এলাকায় খাল থেকে চারটি পরিত্যক্ত হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনের খালের মাঝখান থেকে স্থানীয়রা বোমার মতো বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো থেকে চারটি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো বহুদিন আগে ফেলে রাখা হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। খাল এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর