
ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতি মিথিলা (০৬) কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তুজারপর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলাকে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছে। এ জন্য পানিতে সামান্য স্রোত ছিলো।
স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় এলাকাবাসী বেশ কয়েকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এ সময় মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর