
চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যানকে পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) ভোর প্রায় ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী এবং ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) এবং অজিত দাশ (৩০)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনার সময় পিকআপটিতে প্রায় ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
সর্বশেষ খবর