
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে আধিপত্য বিস্তার, সিএনজি স্টেশন দখল ও চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতেও হাতবোমা নিক্ষেপ করা হয়।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে প্রায় রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা এলাকায় এ উত্তেজনা চলে। এতে গুলিবিদ্ধ দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও স্থানীয় বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত বছরের ২৪ ডিসেম্বরের সংঘর্ষে শ্রমিক দলের সভাপতি আলম মিয়া নিহত হয়েছিলেন।
গতকাল সন্ধ্যা থেকে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে রাত বাড়ার সাথে সাথে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষ থামেনি।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, “আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর