
ভাষাসৈনিক, গবেষক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত পৌনে ১২টার দিকে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। বয়সজনিত জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদের তত্ত্বাবধানে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আহমদ রফিক। ভাষা আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানীদের একজন। সাহিত্য, প্রবন্ধ, গবেষণা ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। রবীন্দ্রনাথ বিষয়ে দুই বাংলায় সমানভাবে স্বীকৃত এই বিদ্বানকে কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে।
এ ছাড়া দেশে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন তিনি।
সর্বশেষ খবর