"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্যচাষিদের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খাইরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা সার ডিলার সমিতির সহ-সভাপতি এবং গোপালপুর সার ডিলার সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. আদম আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্য খামারিরা।
সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মৎস্য চাষিরা আরও উৎসাহিত হয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
সর্বশেষ খবর