
সমকামীতার জন্যই ফরিদপুরের ভাঙ্গায় বন্ধু জহুরুল মুন্সীর হাতে খুন হয়েছে রেদোয়ান। র্যাবের প্রেস ব্রিফিং চাঞ্চ'ল্যকর তথ্য" উঠে এসেছে। নিহত শেখ রেদোয়ান সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ কামরুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৩ আগস্ট বিকাল আনুমানিক ৩টার সময় মো: রেদোয়ান নিজ বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশী থেকে তার ব্যক্তিগত সুজুকি মোটরসাইকেল ও একটি আইফোনসহ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। দিন শেষে ভিকটিম বাসায় না ফেরায় তার মা রাবেয়া বেগম (৪৬) তার ছেলের বন্ধুদের মাধ্যমে জানতে পারেন, রেদুয়ান বিকাল আনুমানিক ৪ টার দিকে ঘটিকার সময় ফুকুরহাটি থেকে ভাঙ্গার দিকে গিয়েছিলেন। ভিকটিমের মা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তিনি ফরিদপুরের সদরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন এবং ফেসবুকসহ সামাজিক মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন। পরবর্তীতে গতকাল দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাবেয়া বেগম ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি বিল থেকে পানিতে ভেসে থাকা একটি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে গিয়ে নিশ্চিত হন যে, মৃতদেহটি তার ছেলে রেদুয়ানের। এ ঘটনায় রেদুয়ানের মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০ এর কাছে অনুরোধ করলে র্যাব তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। রবিবার ১৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক সোয়া ০৩ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চারালদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আহামী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চারালদিয়া গ্রামের লুকমান মুন্সীর পুত্র মো: জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির (২৫) গ্রেফতার করে। অভিযানে আসামির নিজ বাড়ি হতে হত্যাকান্ডে চাকু, ব্যাংক এশিয়া এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ, জোড়া পাদুকা ও রক্তমাখা জামাকাপড় এবং আসামির কথিত মতে মাদারীপুর জেলার শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্রসা থেকে ডিসিস্টের ব্যক্তিগত সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন যে তার সাথে রেদোয়ান সমকামিতায় লিপ্ত হতে চাইলে তিনি বাধা দিলে নিহত তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে তিনি ছুড়িকাঘাতে রেদোয়ান কে হত্যা করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর