
লালমনিরহাট: আওয়ামী লীগের ইতিহাস সব সময় পালিয়ে যাওয়ার ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, “শেখ মুজিব যেমন পালিয়েছিলেন, তেমনি শেখ হাসিনাও বাংলাদেশ থেকে পালিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালিয়ে যাওয়ার ইতিহাস। অপরদিকে বিএনপির ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। বিএনপির ইতিহাস আসলে বাংলাদেশের ইতিহাস।”
তিনি আরও বলেন, “যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত, তখন তৎকালীন সরকারি দলের প্রধান শেখ মুজিব পাকিস্তানি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গর্জন দিয়ে স্বাধীনতার ডাক দেন। সেই আওয়াজে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মুক্তিকামী মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ৯ মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেন জিয়াউর রহমান। সে কারণেই তাঁকে স্বাধীনতার ঘোষক বলা হয়।”
শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুলু বলেন, “যে মা সন্তানকে ফেলে যান, সে কোনোদিন সুমাতা হতে পারেন না। আবারও প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা জনগণকে ত্যাগ করে পালিয়ে গেছেন।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে বিভ্রান্ত করেছে এবং দেশের ইতিহাস বিকৃত করেছে। অপরদিকে বিএনপি রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। “আজও দেশের মানুষ ১৭ বছর ধরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মদান করছে। বিএনপি সব সময়ই জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা ও জেলার ৫ উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল। র্যালিটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন এলাকায় এসে শেষ হয়।
সর্বশেষ খবর